অপ্রতিরোধ্য তামিম, জানালেন সফলতার মন্ত্র

0
290

খবর ৭১ঃ দীর্ঘ ৯ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে গেইলদের ১৮ রানে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসে টাইগাররা।
তবে ওয়ানডে সিরিজের পুরোটা জুড়েই ছিলেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
দুর্দান্ত ফর্মে থাকা তামিম তিন ম্যাচ সিরিজে দু’টি সেঞ্চুরি ও একটিতে হাফসেঞ্চুরিসহ ১৪৩.৫০ গড়ে রান করেছেন ২৮৭। শেষ খেলায় ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন তিনি।

ম্যাচ শেষে এই বাঁহাতি এই ওপেনার বললেন, ‘টেস্ট সিরিজটা আমাদের ভালো যায়নি, ফলে আমাদের প্রচুর অনুশীলন করতে হয়েছিল। তবে এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা ভালো খেলে থাকি। যেখানে আমি চেয়েছিলাম দীর্ঘ সময় ব্যাট করতে, আমার সতীর্থরাও আমাকে লম্বা সময় ব্যাট করতে বলেছিল, তাই আমি সফলতার মুখ দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কখনোই সহজ না, তবে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটাই ছিল আমার মূল শক্তি এবং এর জন্যই আমি রান করতে সক্ষম হই। ’

সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় ম্যাচে ৫৪ ও শেষ ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রানের ইনিংস।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here