অন্ধ এবং মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে দলগত ধর্ষণ

0
394

খবর৭১:অন্ধ এবং মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে দলগত ধর্ষণের দায়ে দু’জনকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের মালির জেলার অতিরিক্ত আদালত। এছাড়া ওই তরুণীকে এক লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত দু’জনের একজন জামিনে মুক্ত রয়েছেন। তবে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১৬ সালের ৫ মে মানসিক প্রতিবন্ধী ও অন্ধ ওই মেয়ের চিকিৎসার পরামর্শ নেয়ার জন্য রহিম ইয়ার খান এলাকার বাসিন্দা রশিদ আহমেদ তার জামাতার বাড়িতে যান। এ সময় তাদের বাড়িতে ঢুকে পরিবারের সব সদস্যকে জিম্মি করে রাখেন সাজাপ্রাপ্ত সাজিদ এবং মুনির।

ওই তরুণীকে মারপিট করে দুজনে ধর্ষণ করেন বলে পরিবার আদালতে অভিযোগ করেছিল। ওই তরুণীর সাক্ষ্য না নিয়েই প্রত্যক্ষদর্শীদের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে রায় দিয়েছেন আদালত।

তবে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দলের সদস্যরা আদালতে তাদের মতামত দেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, ওই দু’জন তরুণীকে ধর্ষণ করেছেন। তাদের দেওয়া ফলাফলের ওপর ভিত্তি করেই রায় দিয়েছেন বিচারক।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here