অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলছেন ধোনি

0
240

খবর৭১ঃভারতীয় অধিনায়ক হিসেবে ২০০তম মাচ খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এশিয়া কাপে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় তার পরিবর্তে নেতৃত্বে আসেন ওপেনার রোহিত শর্মা।

আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। যে কারণে আফগানদের বিপক্ষে দুবাইয়ে চলমান আজকের ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মাকে। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।

৬৯৬ দিন পর টস করেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ভারতীয় অধিনায়ক হিসেবে এটা ধোনির ২০০তম ম্যাচ।

এশিয়া কাপের সুপার ফোরের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।

এদিন টস পর্ব শেষে ভারতের অন্যতম সেরা অধিনায়ক ধোনি বললেন, এটা কপালে ছিল যে ২০০তম ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারব।

আজকের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বহীন। এই ম্যাচে জয়-পরাজয় বিবেচ্য নয়, তাই একাদশে বড় পরিবর্তন এনেছে ভারত।

আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে বিশ্রামে আছেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও ফর্মের তুঙ্গে থাকা শিখর ধাওয়ান। বিশ্রাম দেয়া হয়েছে তারকা দুই পেস বোলার ভুবেনেশ্বর কুমার ও যশপ্রিত বুমরাহ এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে।

তারকা পাঁচজন ক্রিকেটারের পরিবর্তে খেলছেন লোকেশ রাহুল, মনশ পান্ডিয়া, দীপক চাহর, সিদ্বার্ধ কুল ও খলিল আহমেদ।

আর এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে দীপক চাহরের। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২৬ বছর বয়সী এই পেস বোলার।

অন্যদিকে আফগানিস্তান তাদের দলে পরিবর্তন এনেছে ২টি, আগের ম্যাচে খেলা ইহসানউল্লাহ ও সামিউল্লাহ সেনওয়ারিকে বিশ্রাম দিয়েছে। তাদের পরিবর্তে খেলছেন জাভেদ আহমাদি ও নজিবুল্লাহ জাদরান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here