অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত: মাহমুদউল্লাহ

0
264

খবর৭১ঃদ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই দুই সিরিজে চোটের কারণে সাকিবকে পাওয়া যাবে না। তার পরিবর্তে জাতীয় দলের নেতৃত্ব চলে আসতে পারে রিয়াদের কাঁধে।

অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনটি জানিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘অধিনায়কত্ব সব সময়ই পছন্দ করি। কাজটা খুবই চ্যালেঞ্জিং। খুবই সম্মানের কাজ। এই চ্যালেঞ্জ নিতে উন্মুখ থাকি। যদি এ ধরনের সুযোগ আসে আমি তৈরি।’

শুধু সাকিবই নন, ইনজুরিতে আক্রান্ত মাশরাফি-মুশফিকসহ বেশ কিছু ক্রিকেটার। এমনকি মাহমুদউল্লাহ নিজেও চোটে আক্রান্ত। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠে চোট পেয়েছিলেন তিনি। সিই চোট নিয়েই সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলেছেন।

নিজের সেই চোট নিয়ে রিয়াদ বলেন, ‘চোট থাকবে। এগুলো নিয়ে খেলতে হবে। খেলতে খেলতে হয়তো অবস্থা শোচনীয় হয়েছে। ব্যথাটা পাঁজরের দিকেও এসেছে। এই মুহূর্তে কিছুটা ভালো আছি। কিছুদিনের বিশ্রামে আছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই ফিরতে পারব।’

এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটের পরাজয় নিয়ে রিয়াদ বলেন, ‘ক্রিকেটে কখনো হারবেন, কখনো জিতবেন। আমরা সব সময় চেষ্টা করি। মেন্টাল ব্লক থাকতে পারে, ঠিক নিশ্চিত না। তবে চেষ্টা করছি ভুলটা কোথায় হচ্ছে। এতটুকুই চিন্তা করতে পারি, আরও কিছু খেলোয়াড় আছে যারা ভালোভাবে শেষ করতে পারে। দল হিসেবে আমাদের চেষ্টা করতে হবে।’

জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরজের ফাইনাল ম্যাচে আঙুলে চোট পান সাকিব আল হাসান। তার অবর্তমানে টেস্ট এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। চোট পাওয়া সাকিবের সেই আঙুলে সংক্রমণ ধরা পড়েছে। মাঠের ক্রিকেটে ফিরতে আরও তিন মাস সময় লাগতে পারে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here