অতীতের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন : আইজিপি

0
304

খবর ৭১ঃ অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা অনেক বেশি নির্বিঘ্ন হচ্ছে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন গিয়ে তিনি বলেন, লঞ্চ টার্মিনালকে ঘিরে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ যাত্রীদের বাড়ি ফেরা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুধু লঞ্চঘাট নয় রাজধানীর সব ধরনের যান চলাচলকে ঘিরে নিরাপত্তা সমন্বয় করে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এছাড়া ঈদের ছুটিতে বাসাবাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যা ঈদের পরের এক সপ্তাহজুড়ে অব্যাহত রাখার কথা জানান পুলিশ প্রধান।

আইজিপি বলেন, লঞ্চ টার্মিনালে কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি। সব কিছুই সৃশৃঙ্খলভাবে চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ঘাটের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সমন্বয় করে যাত্রীসেবা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন। ঈদ শেষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফিরতে পারেন সে জন্যও আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here