অগ্নুৎপাতের পর শক্তিশালী ভূমিকম্প হাওয়াইয়ে

0
270

খবর ৭১ঃ কিলাউয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হওয়ার একদিন পরেই তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে। বেশ কয়েক দফা ওই ভূমিকম্প আঘাত হানে। রিখতার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। যুক্তরাষ্ট্রের কোনো অঞ্চলে ১৯৭৫ সালের পর এত শক্তিশালী কোনো ভূমিকম্প আর আঘাত করে নি। ভূমিকম্পের পর পরই অনেক এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন ভবন থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে যান। শুরু হয় হুড়োহুড়ি। তবে কোনো সুনামির সতর্কতা দেয়া হয় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মাউন্ট কিলাওয়ার ওপর একটি নতুন আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। সেখান থেকে ১০০ ফুট পর্যন্ত লাভা উদগীরণ হচ্ছে। গলিত লাভা দগদগে আগুনের ¯্রােত হয়ে নেমে আসছে নিচের দিকে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গলিত লাভা নেমে এসেছে রাস্তায়। ওই এলাকায় এখনও কোনো অধিবাসী থাকলে তাদেরকে উদ্ধার করার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি। সতর্কতায় বলা হয়েছে, লাভা থেকে বাতাসে বিপদজনক হারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর সালফার ডাই অক্সাইড গ্যাস। ফলে কেউ ওই এলাকায় অবস্থান করে আক্রান্ত হলে তাদেরকে সহায়তা করতে পারবেন না জরুরি বিভাগের লোকজন। যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে বলছে, মাউন্ট কিলাউয়ার পূর্বদিকে সবচেয়ে বেশি লাভা ছড়িয়ে পড়ছে। সেখানকার অবস্থা ভয়াবহ। এর ফলে সেখানে আরো বিপর্যয় দেখা দিতে পারে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here