প্রকাশিত সংবাদে প্রতিবাদ

0
907
প্রকাশিত সংবাদে প্রতিবাদ

খবর৭১ঃ

গত ৩ জুলাই, ২০১৯ (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বিবিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম বিডি-এ মেম্বারদের হয়রানী,প্রকল্প টাকা আত্বসাৎ,বিভিন্ন প্রকল্প বঞ্চিত ও ভয়ভীতি দেখানো ২নং সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ”রুমা ২নং ইউপি চেয়ারম্যান শৈমং মার্মার বিরুদ্ধে অর্থ আত্বসাৎ অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ২ নং সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা(শৈবং)। প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এটি একজন জনপ্রতিনিধির জন্য অত্যন্ত সম্মানহানিকর। সংবাদে,২০১৫-২০১৬ সালের বিবিধ ট্যাক্স ও ইজারা বাবদ ১লক্ষ ৬০হাজার টাকা সরকারি খোসাগারে জমা না করে ব্যক্তিগত ভাবে খরচ করেন,২০১৫-২০১৬ এলজিএসপি ঋজুক পাড়া খাবার পানির পাইপ লাইনের কাজ না করে ৬০হাজার উত্তোলনে অভিযোগ,সোলার প্যানেল বিতরনের কথা বলে এলাকার সাধারণ জনগণের জনপ্রতি ২হাজার টাকা করে প্রায় হাজার খানিক লোকদের কাছ থেকে টাকা আদায় করে নেওয়ার অভিযাগ,পাইন্দু ইউপি পরিষদ ভবন ভাড়া বাবদ ৪০হাজার টাকা আত্বসাৎ অভিযোগ,২০১৭ইং সালর ঈদুল আজহা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ভিজিএফ চাল হইত ৭মেঃটন টাকা আত্বসাৎ, ২০১৮ইং সালের ঈদুল ফিতর ও বন্যায়ক্রান্ত দরিদ্রদের বরাদ্দকৃত ভিজিএফ চাল ৮.১/২মেঃ টন টাকা আত্বসাৎ, ২০১৮ইং সালের ঈদুল ফিতর আজহা ফিতল ও বন্যাক্রান্ত দরিদ্রদের বরাদ্দকৃত ভিজিএফ চাল ১১.১/২মেঃটন আত্বসাৎ,প্রতি বৎসর এলজি এসপি আর,ডিডি এলজি ডি এফ এল ইউ.এন, ইঞ্জিনিয়ার ও ইউপি সচিব অডিট নাম ২৫% টাকা, এলজি এসপি এর টাকা চেয়ারম্যানের একক সিদ্ধান্ত দ্বারা বরাদ্দ দেওয়ার আত্মসাতের প্রতিবেদনে উল্লেখ করা হলেও, কথাটি আদৌ সত্য নয়। কারন অভিযোগকৃত প্রকল্পগুলোর যথাযথ কাগজপত্র ইউনিয়ন পরিষদ দপ্তরে সংরক্ষিত রয়েছে। যাহা সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণ করা হবে। সমাজের একটি কুচক্রী মহল আমার ইউনিয়নে তথা সমাজে আমাকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য বিবিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম বিডি’র সম্পাদক ও প্রকাশক ভূয়া ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়াছে। প্রতিবাদে তিনি আরও বলেন, রুমা উপজেলার নিবার্হী কর্মকর্তা সাথে মুঠোফোনে অভিযোগ’র বিষয়ের আলাপ আলোচনা হলে,তিনি বলেন,আপনার কোন অতীতে অভিযোগ আসে নি,বর্তমানে অভিযোগটি তদন্ত করে দেখা যাবে। তাই আগামীতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সরেজমিনে পরিদর্শন করে সত্য সংবাদ প্রকাশের জন্য সংবাদকর্মীদের অনুরোধ করছি।

শৈবং মারমা (শৈমং) চেয়ারম্যান ২ নং সদর ইউনিয়ন পরিষদ রুমা, বান্দরবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here