আফগানিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন রনি

0
699
আফগানিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন রনি

খবর৭১ঃ
আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রনির অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

সেই দলে ছিলেন না রনি। তবে হঠাৎ করেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ১৪তম সদস্য হিসেবে রনিকে অন্তর্ভুক্ত করলো বিসিবি। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টি-২০ অভিষেক ঘটে রনির।

এরপর ২০১৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। এই ১৩টি ম্যাচে মাত্র ৬ উইকেট নেন ২৩ বছর বয়সী রনি। এছাড়া বাংলাদেশের হয়ে ২ ওয়ানডেতে তার শিকার ৩ উইকেট।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here